ছোট মহেশখালীতে আদালতের আদেশ অমান্য করে চলছে নির্মাণ কাজ

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১০:৪৯ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

ছোট মহেশখালীতে আদালতের আদেশ অমান্য করে চলছে নির্মাণ কাজ


নুরুল করিম ( মহেশখালী):

মহেশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে যাত্রা মোহন গং বিরোদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ।


২৭ শে নভেম্বর রবিবার সকালে উপজেলার ছোট মহেশখালী ঠাকুরতলা এলাকার গিয়াস উদ্দিনের পৈত্রিক সম্পতির উপর একি এলাকার যাত্রা মোহন দে গং রন্জিত ও সম্বু মাস্টারের নেত্বতে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় জয়নাল আবেদীন গং এর অভিযোগ। 


এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের গিয়াস উদ্দিন জানান.. বিগত ৩০ বছর যাবৎ, ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পতির ৬ একর ৪২ শতক জমি ভোগ দখলে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। সম্প্রতি সময়ে ওই জমি জোরপূর্বক ভবন নির্মাণ করতে যায় একি এলাকার যাত্রা মোহন দে গং। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করেন। বিষয়টি মহেশখালী থানায় অবহিত করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে তার জমিতে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। 


বিজ্ঞ আদালত বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিতে মহেশখালী থানা’কে নির্দেশ দিলেও জমিতে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে, এতে যে কোন সময় অপ্রতিকর ঘটনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী। 


এদিকে অভিযুক্ত যাত্রা মোহন গং জানান, আদালতের কোন নিষেধাজ্ঞা নেই। তিনি তার নিজের জমিতে কাজ করছেন বলেও জানিয়েছেন।


মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আদালতের আদেশ অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: